প্রকাশিত: Thu, May 4, 2023 4:52 AM
আপডেট: Tue, Apr 29, 2025 12:32 AM

তৃতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল মুখোমুখি

তারিক আল বান্না: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় তৃতীয় ও শেষটি এখন ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। বৃহস্পতিবার কলম্বোর পাকিয়াসোথি সারাভানামুতু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০টায় ম্যাচটি মাঠে গড়াবে। 

স্বাগতিক শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে নিগার সুলতানার বাংলাদেশ দল এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। 

গত সোমবার রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। যা চলে মঙ্গলবার পর্যন্ত। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরি না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি। 

এর আগে, প্রথম ম্যাচও বৃষ্টির কবলে পড়ে। তবে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ৩৬ দশমিক ৪ ওভার ব্যাট করেছিল। এই ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। পরে আর ম্যাচ চালানো সম্ভব হয়নি আম্পায়ারদের। ম্যাচে বল হাতে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ছিলেন উজ্জ্বল। এই স্পিনার ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। আর তৃতীয়টি মাঠে গড়াবে দুপুর ২টায়। সম্পাদনা: এল আর বাদল